কুকিজ পলিসি

বসিদস বার ওয়েবসাইটে কুকিজ ব্যবহার করা হয় গ্রাহক সেবার মান, পার্সোনালাইজেশন এবং সাইট এনালাইটিক্সের জন্য।

কুকিজ কী?

কুকিজ হলো ছোট টেক্সট ফাইল, যা আপনার ব্রাউজারে সংরক্ষিত হয় ও সাইটের কার্যকারিতা বাড়াতে সহায়ক।

কোন ধরনের কুকিজ ব্যবহার করি?

  • অন্যান্য ব্যবহারের জন্য সেশন ও পার্মানেন্ট কুকিজ
  • সাইট অ্যানালাইটিক্স ও ভিজিটর আচরণ বুঝতে
  • পার্সোনালাইজড কনটেন্ট ও বিজ্ঞাপন

কুকিজ কন্ট্রোল

  • চাইলে ব্রাউজার সেটিংস থেকে কুকিজ বন্ধ করতে পারবেন।
  • কুকিজ পরিচালনায় সহায়তার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

যোগাযোগ

  • ইমেইল: [email protected]
  • ফোন: +৮৮০ ১৯৬৭ ২৪৫৬৭৮